একুশে পদক থেকে এমপি সুবর্ণা মুস্তাফা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে এই দল থেকে ৪১ জন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

এবারের নারী আসনে বেশিরভাগই নতুন মুখ। তাদের মধ্যে আছেন সুবর্ণা মুস্তাফা। এমনকি, তিনি এই তালিকার একমাত্র তারকা ব্যক্তিত্ব। ইতোমধ্যে তাঁকে ‘একুশে পদক’ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। অভিনয়ে বিশেষ অবদানের জন্য গত বুধবার (৬ ফেব্রুয়ারি) তাঁকে ‘একুশে পদক’ দেওয়ার ঘোষণা আসে।

অভিনয়ের জগৎ থেকে এবার রাজপথে পা রাখতে যাচ্ছেন সুবর্ণা মুস্তাফা।