রোজি-টয়া-আজাদের ‘চক্রজাল’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘চক্রজাল’ টেলিফিল্মের দৃশ্য

‘চক্রজাল’ টেলিফিল্মের দৃশ্য

হঠাৎ করেই ধনী হতে শুরু করে মুনমুন ও জাকির দম্পতি। বাড়ি, গাড়ি, টাকা-পয়সা কোনও কিছুরই অভাব থাকে না তাদের জীবনে। তাদের সন্তানরাও না চাইতেই সব পেয়ে যায়। কিন্তু একটা সময় তাদের বড় মেয়ে জুঁই অনুভব করে যে তারা ভাল নেই। বিলাসী জীবনের মাঝে কোনও সুখ খুঁজে পায় না।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/07/1549526913030.jpg

জুঁইয়ের সকল ভালোলাগা শুধু আদরের ছোট ভাই শোভনকে ঘিরে। সেই শোভনও পাল্টে যেতে থাকে ধীরে ধীরে। নেশাগ্রস্থ হয়ে পড়ে। ভাইকে নিয়ে বিপদে পড়ে যায় জুঁই। এই বিপদে পাশে এসে দাঁড়ায় তার ভালোবাসার মানুষ শাওন। দু’জন মিলে চেষ্টা করে শোভনকে সুস্থ করার। কিন্তু সকল চেষ্টাকে ব্যর্থ করে একদিন আত্মহত্যার পথ বেছে নেয় শোভন।

বিজ্ঞাপন

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘চক্রজাল’। গোলাম হাবিব লিটু পরিচালিক এ টেলিফিল্মে অভিনয় করেছেন টয়া-আজাদ। আছেন রোজি সিদ্দিকীও। মাসুমা মায়মুরের রচনায় টেলিফিল্মিতে আরো রয়েছেন আবদুল্লাহ রানা, নরেশ ভূঁইয়া প্রমুখ।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/07/1549526929305.jpg

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘চক্রজাল’ টেলিফিল্মটি।