এবার আত্মহত্যা করেছেন তেলেগু অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাগা ঝাঁসি

নাগা ঝাঁসি

অভিনেত্রীদের একের পর এক আত্মহত্যার ঘটনা বেড়েই চলছে। নতুন করে আত্মহত্যার তালিকায় এবার নাম লেখালেন তেলেগু অভিনেত্রী নাগা ঝাঁসি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে হায়দ্রাবাদ শ্রীনগর নিজ বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমে ব্যর্থ হয়েই আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

ভারতের এক গণমাধ্যম জানিয়েছে, নাগাকে তার হায়দ্রাবাদ বাড়ি থেকেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে কলোনির ফ্ল্যাটে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পরিবার ও প্রেমিকের সঙ্গে রাগ করেই আত্মহত্যা করেছেন বলে জানা যায়। ‘পবিত্র বন্ধম’ টিভি শো এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী।