এবার হেলমেট ছাড়া হিরো আলম!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হেলমেট ছাড়া বাইকে চড়লেন  হিরো আলম / ছবি: বার্তা২৪

হেলমেট ছাড়া বাইকে চড়লেন হিরো আলম / ছবি: বার্তা২৪

নানান অঙ্গভঙ্গির মিউজিক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম। দেশের সকল নেট ইউজারদের কাছে তার মিউজিক ভিডিওর জনপ্রিয়তা বাড়তে থাকে।

সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আবারও আলোচনায় আসেন হিরো আলম। ওই সময় নির্বাচন, জন-অধিকার, আইনের শাসন এবং দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে নানা কথা বলে নিজের প্রতি মানুষের সহানুভূতিকে আকৃষ্ট করতে সক্ষম হন তিনি।

বিজ্ঞাপন

এমপি হয়ে নিজ এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাওয়া সেই হিরো আলম এবার হেলমেট ছাড়াই চড়লেন মোটরসাইকেলে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তেজগাঁও সিগন্যালে একটি মোটরসাইকেলের পেছনে হেলমেটবিহীন অবস্থায় যাতায়াতকালে হিরো আলমের গাড়িটিকে থামায় ট্রাফিক পুলিশ।

বিজ্ঞাপন

ট্রাফিক সূত্রে জানা গেছে, হিরো আলমের মাথায় হেলমেট না থাকায় বাইক চালককে ১ হাজার ২০০ টাকার একটি মামলাও করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এদিকে হিরো আলমের হেলমেট না পড়া ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এ বিষয়ে হিরো আলম বার্তা২৪.কমকে বলেন, ‘আমি শুটিং থেকে আসছিলাম বলে হেলমেট পরার কোনো সুযোগ ছিল না। মহাখালীতে আমার নতুন গানের শুটিং চলছে। সেখান থেকেই ফিরছিলাম আমি। আমার কাছে হেলমেট ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমার এক ভক্ত বাইকে করে আমাকে নিয়ে যাচ্ছিল। তার কাছে হেলমেট না থাকায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ আমার ছবি ও ভিডিও করেছে এবং চালককে ১ হাজার ২০০ টাকার মামলা দিয়েছে।’

প্রসঙ্গ পালটানোর জন্য হিরো আলম বলেন, ‘ভাই এখন এটা বাদ দেন আরও হট নিউজ আছে। আমি এখন হাসপাতালে, শুটিং করতে গিয়ে আহত হয়েছি।’