সেরা ১২’তে পৌঁছাতে পারলেন না ঐশী

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জান্নাতুল ফেরদৌস ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’র ৬৮তম আসরের ফাইনাল মঞ্চে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু লক্ষ্যের এতো কাছে থেকেও বিশ্বসুন্দরীর মুকুটটি মাথায় তুলতে পারলেন না তিনি। কারণ সেরা ৩০ থেকে সেরা ১২ তে পৌঁছাতে পারেনি ঐশী।

চীনের সানাইয়া সিটি এরেনায় বসেছে ‘মিস ওয়ার্ল্ড’র আসর। বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।

বিজ্ঞাপন

সাদা মার্বেলের আদলে সাজানো মঞ্চে ‘ব্যাং লাইক অ্যা ড্রাম’ শিরোনামের গান গেয়ে শোনান যুক্তরাজ্যের ‘দ্য ভয়েস’ প্রতিযোগিতার রানারআপ ১৭ বছর বয়সী ডোনেল ম্যাঙ্গেনা এবং ইন্টারন্যাশনাল মেগাস্টার ডিমাশ কুডাইবেরগেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মেগান ইয়াং, বার্নি ওয়ালশ, অ্যাঞ্জেলা চো, ফার্নান্দো আলেন্দে ও স্টেফানি দেল ভালে। বিচারক ও দর্শক প্রতিক্রিয়া নিচ্ছেন ফ্রাঙ্কি চেনা।

বিজ্ঞাপন