নকল চুলের জন্য সাত লাখ রুপি!

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

অনুপ জালোটা

অনুপ জালোটা

ভজন সম্রাট অনুপ জালোটা। নিজের থেকে ৩৭ বছরের ছোট জাসলিন মাথারুর সঙ্গে প্রেম করে দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। বিচিত্র জুটি হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’-এ।

সে ঘরে বসেই নিজের সম্পর্কে এক অজানা তথ্য জানালেন ৬৫বছর বয়সী অনুপ।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/28/1540709668147.jpg

বিজ্ঞাপন

বিগ বস’-এর ঘরে অনুপ জানান- এই বুড়ো বয়সে তার মাথার চুল নতুন করে বসাতে সাত লাখ রুপি খরচ করেছেন তিনি। ‘বিগ বস’-এর অন্যতম প্রতিযোগী দীপক ঠাকুরের সঙ্গে কথোপকথনের সময় এই তথ্য ফাঁস করেন।

তিনি জানান, তার সামনের দিকে সব চুল উঠে গিয়েছিল। বিষয়টি নিয়ে চিকিৎসকের সঙ্গে আলাপ করলে তিনি তাকে নতুন চুল বসানোর পরামর্শ দেন। প্রতিটি চুলের জন্য ১০০ রুপি করে গুনতে হয়েছে তাকে।

অনুপ জালোটা আরও জানান- ৭০০০টি চুল বসাতে হয়েছে তার মাথায়। তার দাড়ি থেকেও চুল নিতে হয়েছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/28/1540709689489.jpg

কোনও কোনও চিকিৎসক প্রতি চুলে ৫০ রুপি করে নেন, কিন্তু অনুপের চুলের জন্য ১০০ রুপি করে নেওয়া হয়েছে।

‘বিগ বস’-এর অন্যান্য প্রতিযোগীরা ভজন গায়কের এই কথা শুনে রীতিমতো চমকে যান। কী পদ্ধতিতে চুল বসানো হয়েছে তা নিয়ে অনেকে প্রশ্নও করেন অনুপকে।