মূল পর্বে অবন্তী

গ্রাজুয়েট অবন্তী..

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

অবন্তী সিঁথি

অবন্তী সিঁথি

জামালপুরের মেয়ে অবন্তী সিঁথি।

এরইমধ্যে দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছেন কলকাতায়।

ভারতীয় চ্যানেল ‘জি বাংলা’য় চলছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’।

এর একজন বাংলাদেশী প্রতিযোগী অবন্তী।

বিজ্ঞাপন

লেভেল ১-এর পারফরমেন্স শেষে বিচারকরা দাঁড়িয়ে তাকে আশির্বাদ তো দিয়েছেনই, পণ্ডিত তন্ময় বোস দিয়েছেন ‘শিস প্রিয়া’ উপাধি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/01/1538356542740.jpg
অবন্তী সিঁথি

এছাড়াও অজস্র মানুষের ভালোবাসা এবং শুভ কামনা পৌঁছেছে তার কাছে, বিভিন্ন ভাবে।

এ যেন পরম পাওয়া!

অবন্তী কলকাতায় বসেই লিখেছেন-

হ্যালো প্রিয় বাংলাদেশ। আমি বাংলাদেশের সন্তান। আমি আপনাদের সন্তান। সা রে গা মা পা অনুষ্ঠানে পারফরমেন্সের পর, আপনাদের কাছ থেকে যে আদর, ভালবাসা, স্নেহ, দোয়া, শুভ কামনা আমি পাচ্ছি; তাতে আমি কৃতজ্ঞ, আমি অনুপ্রাণিত। এর মধ্যে অনেক শ্রদ্ধেয়জন আমাকে শুভ কামনা জানিয়েছেন, আমি জানিনা তাদেরকে ঠিক কিভাবে কৃতজ্ঞতা জানাতে পারি। জানি না এই প্রতিযোগিতায় আমি কতদূর যাবো, তবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, দেশের সম্মানের জন্য আমি আমার সামর্থ্যের সবটুকু উজার করে দিবো; কথা দিলাম।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/01/1538359101528.jpg
অবন্তী সিঁথি

অবন্তী এবার পেলেন গ্রাজুয়েশন ক্যাপ, পৌঁছলেন মূল পর্বে।


গানপ্রেমীরা এরইমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন, জি বাংলায় শুরু হয়েছে সা রে গা মা পা’র লেভেল ২।

লেভেল ১-এর মোট ৪৮ জন প্রতিযোগীর মধ্যে লেভেল ২ তে জায়গা করে নিয়েছে ৩১ জন।

এই ৩১ জনের মধ্যে থেকে মাত্র ১৮ জনকে বেছে নেবেন বিচারকরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/01/1538356051921.jpg
বিচারকদের সঙ্গে উপস্থাপক যীশু

বিচারকদের নামগুলোতে একবার চোখ বোলানো যাকঃ

  • শ্রীকান্ত আচার্য
  • শান্তনু মৈত্র
  • কৌশিকী চক্রবর্তী
  • মোনালী ঠাকুর

লেভেল ২ থেকে বেছে নেওয়া ১৮ জন পাবে গ্রাজুয়েশন ক্যাপ, পৌঁছে যাবে মূল পর্বে।

এরকম পরিস্থিতি নিয়ে শুরু হওয়া লেভেল ২-এর প্রথম এপিসোড প্রচারিত হয়েছে গতকাল (৩০ সেপ্টেম্বর) রাতে।

প্রথম থেকে অংশ নেওয়া পাঁচজন প্রতিযোগীর প্রত্যেকেই দখল করে নিয়েছে মূল পর্বের আঠারো চেয়ারের একটি করে চেয়ার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/01/1538356250013.jpg
অন্য প্রতিযোগীদের সঙ্গে অবন্তী

তারপরই অবন্তীর পারফরমেন্স।

তিনি বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে লেভেল ২-তে পারফরম শুরু করতে যাওয়া প্রথম প্রতিযোগী।

ভয়, ভালো লাগা সবকিছু মিলিয়ে এক ধরণের মিশ্র অনুভূতি নিয়ে শুরু করলেন তিনি।

খুঁজে খুঁজে কিছু প্রপ্স নিলেন, দেখালেন ধামাকা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/01/1538356436144.jpg
অবন্তী সিঁথি

চার বিচারকের সবাই-ই চাইলেন তাকে মূল পর্বের জন্য।

পরিয়ে দেওয়া হলো গ্রাজুয়েশন ক্যাপ।

অবন্তী কী এমন পারফরমেন্স করলো যা দেখে-শুনে আবারও দাঁড়িয়ে গেলেন বিচারকরা, দেখে নিনঃ