আবারও অস্ট্রেলিয়া..

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

দলনেতা মাকসুদ

দলনেতা মাকসুদ

মাকসুদ ও ঢাকা, দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড।

ক’দিন আগেই ফিরলেন তারা ভারত সফর শেষে।

বিজ্ঞাপন

ফিরেই অংশগ্রহণ করলেন অটিজম সচেতনতা বিষয়ক কনসার্টে, ঢাকার আর্মি স্টেডিয়ামে।

ব্যস্ততা যেন কাটছেই না।


এবার যাচ্ছেন তারা অস্ট্রেলিয়া, গান শোনাতে, দ্বিতীয়বারের মতো।


https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538319052319.jpg

এর আগে ২০১৩ সালে সিডনি ও ক্যানবেরায় প্রথমবারের মতো গান করে তারা।

অস্ট্রেলিয়ার এই সফরে তিনটি কনসার্টে অংশ নেবে বাংলাদেশের এই গানের দলটি।

মাকসুদ জানাচ্ছেন,

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ৩ অক্টোবর ঢাকা ছাড়বেন তারা। এবং ফিরে আসবেন ২২ অক্টোবর।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538318892423.jpg

কনসার্টগুলোর সূচিঃ

  • প্রথম কনসার্ট- ৫ অক্টোবর, অ্যাডিলেডে
  • দ্বিতীয় কনসার্ট- ১৩ অক্টোবর, সিডনি
  • তৃতীয় কনসার্ট- ২১ অক্টোবর, মেলবোর্নে

মাকসুদ বলছেন-

অস্ট্রেলিয়ায় অনেক প্রবাসীরা আছেন। তারা একসময় আমাদের গান শুনেছেন। সেই গানগুলো করবো। তাছাড়া বাউল গানের প্রতি সবারই একটা টান আছে। তাই বাউল গানও করবো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538318915278.jpg

মাকসুদ ও ঢাকা’র বর্তমান সদস্যরাঃ

  • মাকসুদুল হক- প্রধান কণ্ঠশিল্পী এবং দলপ্রধান
  • ফজলুল হক মন্টু- ড্রামস
  • জন সুতন মুন্সী- বেজ গিটার এবং কণ্ঠশিল্পী
  • একরামুল হক- গিটার এবং কণ্ঠশিল্পী
  • গোলাম রাব্বানী সোহাগ- কি বোর্ড ও কণ্ঠশিল্পী

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538318944512.jpg