শিল্পী সমিতিতে পুলিশ!

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জায়েদ খান এবং বিপ্লব কুমার সরকার

জায়েদ খান এবং বিপ্লব কুমার সরকার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের অবস্থান বিএফডিসিতে।

সেখানেই আজ (২৮ সেপ্টেম্বর ২০১৮) পরিদর্শনে গেছেন পুলিশ!

তাও পুলিশের সাধারণ কোনো সদস্য নন, তেজগাঁও বিভাগের স্বয়ং উপ পুলিশ কমিশনার!

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/29/1538228877544.jpg

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলছেন-

আমার ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই জনাব বিপ্লব কুমার সরকার (উপ পুলিশ কমিশনার, তেজগাঁও বিভাগ, ডি এম পি)। তিনি আজ আকস্মিক শিল্পী সমিতি পরিদর্শনে আসেন।

বিজ্ঞাপন

শিল্পী সমিতির কমিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে আরও অনেক কিছুই, সময়ে চাহিদা অনুসারে।

এই নতুন রুপ দেখে খুব খুশিই হয়েছেন উপ পুলিশ কমিশনার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/29/1538228859924.jpg

জায়েদ খান জানাচ্ছেন-

শিল্পী সমিতির নতুন সংস্কার দেখে তিনি অনেক খুশি। কারণ তিনিও সবসময় সৌন্দর্য্য পছন্দ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে জনাব বিপ্লব কুমার সরকার (উপ পুলিশ কমিশনার, তেজগাঁও বিভাগ, ডি এম পি)-এর আকস্মিক এই পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক।