রাজবিধি ভাঙলেন রাজবধূ!

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মেগান মার্কেল

মেগান মার্কেল

ব্রিটেনের রাজপরিবারের বিধি ভেঙেছেন প্রিন্স হ্যারির স্ত্রী ও সাবেক হলিউড অভিনেত্রী মেগান মার্কেল!

সম্প্রতি মেগান মার্কেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে।

শুধু তাই নয়, আন্তর্জাতিক মিডিয়াগুলো সেই খবর প্রকাশ করেছে জোরেসরে।

বিজ্ঞাপন

কিন্তু এমন কি করলেন মেগান?

জানা গেছে-

বিজ্ঞাপন

রাজবধূ হিসেবে রয়েল একাডেমি অব আর্টসের এক প্রদর্শনী উদ্বোধন করতে গিয়েছিলেন মেগান।

সেখানে বিলাসবহুল সেডান গাড়ি থেকে নামার পর নিজেই গাড়ির দরজাটি বন্ধ করেন।

কিন্তু রাজপরিবারের নিয়মানুযায়ী রাজকন্যা ও রাজবধূর গাড়িতে উঠার সময় যেমন দায়িত্বে থাকা একজন দরজা খুলে দেন ঠিক তেমনি আবার গাড়ি থেকে নামার সময় একজন দরজা বন্ধ করে দেন।

এটাই নিয়ম।

মেগান মার্কেলের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ইতিমধ্যেই ব্রিটেনের নানা মহল নানা মন্তব্য শুরু করেছে।

কেউ কেউ বলছেন,

মেগান মার্কেল একজন অভিনেত্রী ছিলেন। তার আগের জীবনযাত্রা অনুযায়ী নিজেই নিজের গাড়ির দরজা বন্ধ করা একটা অভ্যেস।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/27/1538040259572.jpg

আবার অনেকেই বলছেন,

পেশাগত জীবনে নানা চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারলেও বাস্তব জীবনে রাজবধূর চরিত্রটি দক্ষতার সাথে পালন করতে পারছেন না মেগান।

দেশটির কিছু গণমাধ্যম বলছে,

রাজবধূ হিসেবে মেগান মার্কেল হতাশ করেছে দেশটির নাগরিকদের।

রাজবধূ হলেও এখনো অভিনেত্রীর চালচলন পরিবর্তন করতে পারেননি মেগান।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/27/1538040280189.jpg

গত ১৯ মে রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও সাবেক হলিউড অভিনেত্রী মেগান মার্কেল গাঁটছড়া বাধেন। তারপর থেকে রাজবধূ মেগান মার্কেলের সবকিছুর দিকেই নিজর যেন পুরো বিশ্বের।

কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন সবই যেন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মেগান মার্কেলের।