আবারও ‘সুপার ব্র্যান্ড’ অ্যাওয়ার্ড রেডিওটুডে'র

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

রেডিওটুডে ৮৯.৬ এফএম, দেশের প্রথম এবং জনপ্রিয় এফএম স্টেশন।

টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক 'সুপার ব্র্যান্ড' অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রায় ৩০ টি ব্র্যান্ডকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ব্র্যান্ড ফোরাম, বাংলাদেশ চ্যাপ্ট্যারের আয়োজন এটি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536056770423.jpg

এফএম রেডিও ক্যাটাগরিতে শ্রোতা জরিপ, কভারেজ এরিয়া, অনুষ্ঠানের মান, ডিজিটাল এক্টিভিটিস, সামাজিক কর্মকান্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা প্রচার এবং সর্বোপরি বাণিজ্যিক সম্পর্ক; এসবের ভিত্তিতে সম্মানিত জুরিবোর্ড রেডিওটুডেকেই সেরা ব্র্যান্ড হিসেবে বেছে নেয়।

উল্লেখ্য, এর আগে আগে ২০০৯ সালেও একই ক্যাটাগরিতে রেডিওটুডে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছিলো।

দ্বিতীয়বারের মতো এই আয়োজনে দেশের স্বনামধন্য প্রায় সব ব্র্যান্ডের মালিক পক্ষই উপস্থিত ছিলেন।

রেডিওটুডে'র ম্যানেজিং ডিরেক্টর রফিকুল হক।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দেশের কোটি কোটি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536056805111.jpg

তিনি বললেন-

এই অর্জন আমাদের সকলের। দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। আগামী দিনেও রেডিওটুডে শ্রোতাদের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করে যাবে।

এছাড়াও তিনি সকল গণমাধ্যম কর্মী, বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনদাতা, সরকারের তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি সহ সকলকে শুভেচ্ছা জানান।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে টিম রেডিওটুডে'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন-

সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান বুলবুল হোসেন, হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট টুটুল জহিরুল ইসলাম, হেড প্রোডিউসার ফখরুল শাওন সহ কয়েকজন সিনিয়র আরজে এবং ডিজিটাল টিম।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536057429664.jpg