জম্মু-কাশ্মীরে সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাপে জম্মু-কাশ্মীর, ছবি: সংগৃহীত

ম্যাপে জম্মু-কাশ্মীর, ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলে গতকাল রাত থেকে যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এরমধ্যে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং ল্যান্ডফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এর আগে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তার পরেই যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ আগস্ট) স্থানীয় পুলিশ ১৪৪ ধারা অনুযায়ী কার্ফিউ জারি, ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের দুই সাবেক মুখ্যমন্ত্রীসহ একাধিক শীর্ষনেতা গৃহবন্দি রয়েছেন।

সূত্র: দ্য নেক্সট ওয়েব