বুড়ো অ্যাপের পরে কী?

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেবিট ব্যাকহামের ডিজিটাল ছবি আর প্রাচীন পোট্রেট পেইন্টিং, ছবি: সংগৃহীত

ডেবিট ব্যাকহামের ডিজিটাল ছবি আর প্রাচীন পোট্রেট পেইন্টিং, ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুক সহ বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউজাররা ‘ফেস অ্যাপের’ মাধ্যমে নিজেদেরকে বুড়ো বানানোর জন্য মেতে ওঠে। তবে এবার বুড়ো নয়, চাইলেই তৈরি করতে পারবেন প্রাচীন যুগের পোট্রেট পেন্টিংয়ের মতো নিজের ছবি।

সম্প্রতি ফেস অ্যাপের মতোম নতুন ফিল্টার নিয়ে হাজির হয়েছে ‘এআই পোট্রেট’ নামের একটি সাইট। যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপনার ডিজিটাল ছবিকে একটি ক্লাসিক পোট্রেট পেন্টিংয়ে রূপান্তর করবে। মূলত সাইটে গিয়ে আপনার ডেক্সটপ ছবি নির্বাচন করে দিলেই পেয়ে যাবেন প্রাচীন কালের পোট্রেট পেন্টিং।

বিজ্ঞাপন

ফেস অ্যাপের পরেই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়লে সাইটে ওয়েব ট্যারিফ বেড়ে যায়। তাই গত বুধবার থেকে এপর্যন্ত সাইটটি ডাউন রয়েছে।

এআই পোট্রেট সাইটে রেনেসাঁ থেকে কনটেম্পরারি এরা পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি পেইন্টিংয়ের ডাটা সংরক্ষণ করা হয়েছে। তা থেকে অ্যালগোরিদমের সাহায্যে একটি ডিজিটাল ছবিকে প্রাচীন পোট্রেট মুডে রূপান্তর করে।

বিজ্ঞাপন

 

কী ভাবে এআই পোট্রেট থেকে আপনার ছবিকে পুরনো দিনের পেন্টিংয়ে রূপান্তর করবেন। 

  • ডেস্কটপ বা ফোন থেকে এআইপোট্রেটস(https://aiportraits.com/) ওয়েবসাইটে যান।
  •  ক্যামেরার চিহ্নের নীচে ‘ক্লিক মি’ লেখা আইকনটিতে ক্লিক করুন।
  • এবার প্রয়োজনীয় ছবিটি পেন্টিংয়ের জন্য নির্বাচন করুন। 
  • এরপরে ছবিটি সম্পূর্ণ হলেই ডাউনলোড করে নিতে পারবেন।

সূত্র: সিএনএন