শরীরে এসি লাগান!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরা যাবে এসি, ছবি: সংগৃহীত

পরা যাবে এসি, ছবি: সংগৃহীত

সম্প্রতি এক ট্যালকম পাউডারের বিজ্ঞাপনের স্লোগান ছিল ‘শরীরে এসি লাগান, গরমকে দূরে পাঠান।’ যদিও তখন এই বিজ্ঞাপনের কথার সঙ্গে অনেকেই একমত হতে পারেননি যে শরীরে আবার কিভাবে এসি লাগাব? সাধারণত এসি বাসা কিংবা অফিসেই লাগানো সম্ভব। কিন্তু এবার এই অবিশ্বাস্য কে বাস্তবে রূপ দিল জাপানি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি।

‘রিকন পকেট’ নামের এই ছোট্ট ডিভাইসটি ঠাণ্ডা ও গরম বাতাস দিতে পারবে। একে বলা হচ্ছে, ওয়্যারেবল বা পরিধান করা যাবে এমন একটি ছোট্ট এসি যা স্মার্টফোন থেকেও হালকা। আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে হাতে থাকা স্মার্টফোন দিয়েই।

বিজ্ঞাপন

কিভাবে শরীরে এসি লাগাবেন?

এজন্য একটি বিশেষ ধরনের টি শার্ট পরতে হবে। সেই টিশার্টের পেছনে ঘাড়ের কাছের পকেটে এসি টি ফিট করা যাবে এবং তার উপরে আপনি আপনার সাধারণ পোশাক পরতে পারবেন। তবে পকেট এসির সঙ্গে আপনাকে সেই বিশেষ টিশার্ট টি অবশ্যই কিনতে হবে।

বিজ্ঞাপন

 

দাম কত?

রিকন পকেট এসির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ হাজার টাকা।

কোথায় পাবেন?

প্রাথমিকভাবে এই পকেট এসি শুধু জাপানেই পাওয়া যাবে। তবে ভবিষ্যতে উৎপাদন করতে সনি একটি ক্রাউডফান্ডিং প্রজেক্ট চালু করেছে। তবে নির্ধারিত পরিমাণ অর্থ না পাওয়া গেলে আর কোনো এসি তৈরি করবে না সনি।

অন্যান্য ডিভাইসের মত রিকন পকেট এসি ব্যাটারির সাহায্যে চলবে। যা দুই ঘণ্টা চার্জ দিলে ৯০ মিনিটের ব্যাকআপ পাওয়া যাবে।

বিজনেস টুডে অবলম্বনে