মতাদর্শ শেখাবে সফটওয়্যার

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উত্তর কোরিয়ায় মতাদর্শ শেখাতে সফটওয়্যার তৈরি, ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় মতাদর্শ শেখাতে সফটওয়্যার তৈরি, ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলের কর্মী এবং শ্রমিকদের মতাদর্শ শেখাতে উত্তর কোরিয়া একটি সফটওয়্যার  সিস্টেম তৈরি করেছে।

দেশটির রাজনৈতিক দলের নিজস্ব দৈনিক রোডোং সিনমানের এক প্রতিবেদনে বলা হয়, দলের লোকদের এবং শমিকদেরকে মতাদর্শন শেখানোর জন্য বিশেষভাবে এই সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কংসিও ১.০ নামের এই সফটওয়্যারে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল-সুং এবং তার পুত্র সাবেক নেতা কিম জং-ইলের কাহিনী রয়েছে। এছাড়া বর্তমান নেতা কিং জং-উন সম্পর্কিত কনটেন্টও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই সিস্টেমটি একটি এনসাইক্লোপিডিয়ার মতো সাবেক কিমদের এবং বর্তমান কিম সম্পর্কে অথ্য ধারন করবে।

মূল লক্ষ্য হচ্ছে, প্রযুক্তির বিস্তারের মাধ্যমে দেশকে ক্রমবর্ধমান বিদেশি মতবাদের প্রভাব থেকে মুক্ত রাখতে এই সিস্টেম তৈরি করা হয়েছে।

 সূত্র: বিবিসি