হ্যাক হতে পারে অ্যানেসথেটিক মেশিনও!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যানেসথেটিক মেশিন, ছবি: সংগৃহীত

অ্যানেসথেটিক মেশিন, ছবি: সংগৃহীত

কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম কিংবা ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর কম বেশি শুনা যায়। কিন্তু এবার নটিংহামের হাসপাতালে ব্যবহৃত অ্যানেসথেটিক মেশিনের কার্যক্রম দূর থেকে বসেই নিয়ন্ত্রণ এবং হ্যাক করতে পারে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি কোম্পানি।

মেডিকেল সাইবার সিকিউরিটি কোম্পানি সাইবারএমডিক্স বলছে, একজন হ্যাকার দূর থেকে বসেই অ্যানেসথেটিক মেশিনে অক্সিজেনের পরিমাণ, অন্যান্য গ্যাস নিয়ন্ত্রণ করে রোগীকে সংকটে ফেলতে পারেন। এমনকি জরুরী মূহুর্তে অ্যালার্ম বাজার ব্যবস্থা থাকলেও তার নিয়ন্ত্রণ থাকবে হ্যাকারের হাতে।

বিজ্ঞাপন

মেডিকেল যন্ত্রাংশ তৈরিকারী প্রতিষ্ঠান জিই বলছে, হ্যাকিংয়ের ফলে রোগীর উপর সরাসরি কোনো প্রভাব পড়বে না।

সাইবারএমডিক্স বলছে এসপায়ার, এসটিভা ৭০০ এবং ৭৯০০ মডেলের ডিভাইসগুলো হাসপাতালের কম্পিউটার সিস্টেমের বাইরে চলে গেলে হ্যাকারদের হ্যাকিংয়ের শিকার হতে পারে।

বিজ্ঞাপন

নটিংহাম হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে কোন ধরনের মেশিন ব্যবহার হবে এসব তথ্য তারা বাইরের কোনো কাউকে জানাতে বাধ্য থাকবে না।

একজন মুখপাত্র জানান, ‘আমরা বর্তমানে ইংল্যান্ড জুড়ে এই বিশেষ অ্যানেসথেটিক মেশিনের মূল্যায়ন করছি এবং অতি শীঘ্রই আমরা এসব মেশিন রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শ প্রকাশ করবো।’

সূত্র: বিবিসি