স্মার্ট ডাউনলোড ফিচার নিয়ে এল ইউটিউব মিউজিক

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউটিউবে স্মার্ট ডাউনলোড ফিচার, ছবি: সংগৃহীত

ইউটিউবে স্মার্ট ডাউনলোড ফিচার, ছবি: সংগৃহীত

অনলাইনে ভিডিও দেখার সবচেয়ে বড় ও জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউজারদের সুবিধায় অফলাইন মুডে ভিডিও দেখার ফিচার চালু করেছিল ইউটিউব। কিন্তু এই অফলাইন স্টোরে এখন থেকে ৫০০ গান ডাউনলোড করে রাখা যাবে বলে ঘোষণা দিয়েছে গুগল।

ভার্জের প্রতিবেদনে বলা হয়, এই ফিচারকে বলা হচ্ছে ‘স্মার্ট ডাউনলোড’ যা ব্যবহারকারীর পছন্দের গান, গানের প্লে-লিস্ট, লাইক থেকে স্বয়ংক্রিয়ভাবে গান নির্বাচন করে ডাউনলোড করে অফলাইনে স্টোরেজ করে রাখবে। রাতের বেলায় এই স্মার্ট ফিচারটি কাজ করবে। এজন্য ডিভাসটিতে ওয়াইফাই সংযোগ থাকা লাগবে।

বিজ্ঞাপন

তবে একসাথে হয়ত এত বড় গানের লিস্ট আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। তাই স্মার্ট ডাউনলোড ফিচারে ডাউনলোডের লিমিট নির্ধারন করে দিতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পরে কোনো গান স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না।

কিন্তু ইউটিউব ছাড়াও অনলাইন ভিডিও প্লাটফর্ম নেটফ্লিক্সেও স্মার্ট ডাউনলোড ফিচার আছে। এখানে একটি এপিসোডের পরবর্তী অংশ ডাউনলোড করার সুযোগ থাকে, যা ব্যবহারকারী দেখার পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

বিজ্ঞাপন

সূত্র: দ্যা ভার্জ