আকর্ষণীয় ডিজাইনে শাওমির এমআই ব্যান্ড-৪

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আকর্ষণীয় এবং স্টাইলিশ ডিজাইনে শাওমির এমআই ব্যান্ড-৪ এবার আরও কালারফুল ডিসপ্লেতে বাজারে আসছে। এতে থাকছে কালার ডিসপ্লে, এনএফসি প্রযুক্তি সুবিধা এবং শাওমির নিজস্ব আর্টিফিশিয়াল (এআই) ভয়েজ অ্যাসিসটেন্স।

বুধবার (১২ জুন) চীনের একটি অনুষ্ঠানে শাওমির এমআই-৪ মডেলের ব্যান্ডটি অবমুক্ত করা হয়। এমআই ব্যান্ডটি রেগুলার ভার্সনের সঙ্গে তিনটি নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এরমধ্যে রেগুলার ভার্সনের মূল্য হবে ২ হাজার ৭০ টাকা এবং এনএফসি সাপোর্টেড ব্যান্ডের দাম হবে ২ হাজার ৮০০ টাকা।

সেই সঙ্গে বাড়তি চমক হিসেবে মার্ভেলের অ্যাভেঞ্জারস লিমিটেড এডিশন এমআই-৪ ব্যান্ড রয়েছে। যার বাজারমূল্য হবে ৪ হাজার ২৬০ টাকা।

আর ফিচারের দিক দিয়ে বলতে গেলে এমআই ব্যান্ড-৪ এ রয়েছে ০.৯৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যাতে থাকছে ২.৫ ডি স্ক্র্যাচ প্রুফ প্রটেক্টিং গ্লাস। আর এনএফসি সাপোর্টেড ব্যান্ডে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ভয়েজ অ্যাসিসটেন্স সুবিধা রয়েছে।

এই ফিটনেস ব্যান্ডে অন্যান্য হেলথ অ্যাপসের মতো রয়েছে স্বাস্থ্য বার্তার ফিচার। যা প্রতিদিনকার হাঁটা, হৃদয়ের স্পন্দন, আবহাওয়া, নোটিফিকেশন এবং ফোন কল দেখা যাবে। আর এর ১৩৫ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে একবার চার্জেই ২০ দিন ব্যাকআপ দিবে।

শাওমির এই স্টাইলিশ ব্যান্ডটি ব্ল্যাক, ব্রাউন, ব্লু, অরেঞ্জ এবং পিংক এই পাঁচটি ভিন্ন কালারে পাওয়া যাবে।