১৪ বছর জি সুইটের গ্রাহকদের পাসওয়ার্ড অরক্ষিত!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গ্রাহকদের পাসওয়ার্ড অরক্ষিত অবস্থায় পাওয়া গেলে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার টেক জায়ান্ট গুগলের জি-সুইটের ব্যবহারকারীদের পাসওয়ার্ড অনিরাপদ অবস্থায় পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে সংগৃহীত এসব পাসওয়ার্ডগুলো কোন ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তা ছাড়াই অরক্ষিত অবস্থায় ছিল গুগলের সাইটে। যেখানে গ্রাহকদের সব তথ্য চুরি এবং হ্যাকিংয়ের ঝুঁকিও ছিল।

বিজ্ঞাপন

বুধবার (২২ মে) গুগল এ বিষয়ে ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়েছে। গুগল বলছে, ‘২০০৫ সাল থেকে জি সুইটের গ্রাহকদের পাসওয়ার্ডগুলো আমাদের নিজস্ব সুরক্ষিত এনক্রিপ্টেড সিস্টেমে সংরক্ষিত ছিল। যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং এসব পাসওয়ার্ডের কোন প্রকার অপব্যবহার হয়নি। আমরা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করছি যাতে গ্রাহকরা তাদের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন।’

গুগলের ইঞ্জিনিয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ব্যবসায়ীক ক্ষেত্রে যারা জি-সুইট ব্যবহার করেন শুধু তারা এর ভুক্তভোগী হয়েছেন তবে অন্যান্য ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এর কোন প্রভাব পড়বে না। আমরা আমাদের ব্যবহারকারীদের কাছে ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে এর উন্নয়ন সাধনে আরও মনযোগী হব।’

বিজ্ঞাপন

এর আগে নিরাপত্তাজনিত বিষয়ে টুইটার তাদের ৩৩০ মিলিয়ন ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আহ্বান করেছিল।

সূত্র: টেকক্রাঞ্চ