মরে যাওয়া গরু জবাই করে মাংস বিক্রির দায়ে জেল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

মরা গরুর মাংসসহ গ্রেফতার কষাই তনজু ইসলাম। ছবি- সংগৃহীত

মরা গরুর মাংসসহ গ্রেফতার কষাই তনজু ইসলাম। ছবি- সংগৃহীত

রাজশাহীর চারঘাটে মরে যাওয়া গরু জবাই করে পচা মাংস বিক্রির দায়ে তনজু ইসলাম (৪০) নামের এক কসাইকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত কসাই তনজু চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের মো. মোশাররফ হোসেন পলানের ছেলে। মঙ্গলবার সকালে চারঘাট বাজার থেকে ২২ কেজি পচা মাংসসহ চারঘাট মডেল থানা পুলিশ তাকে আটক করে।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বাঘা উপজেলা থেকে রোগা গরু কেনার পর তা মারা যায়। পরে ওই গরু জবাই করে চারঘাট বাজারে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তনজু ইসলামকে আটক করা হয়।

ওসি বলেন, ‘তার কাছ থেকে ২২ কেজি পচা মাংস জব্দ করা হয়। ওই মাংসসহ তনজুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হক শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক বলেন, ‘তাকে পচা মাংসসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি নিজেও অপরাধের দায় স্বীকার করেছেন। এজন্য তাকে দণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত মাংসগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়।#