খুলনায় ঈদের প্রধান জামাত সম্পন্ন; দেশ, জাতির সমৃদ্ধি কামনায় দোয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নামাজ শেষে একে অপরে কোলাকুলি করছেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নামাজ শেষে একে অপরে কোলাকুলি করছেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব আলহাজ মাওলানা আবু দাউদ।

বিজ্ঞাপন

এরপর টাউন জামে মসজিদে সকাল ৯ টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা কোর্ট জামে মসজিদেও সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশ নিতে খুলনা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন।

ঈদের দিন সকাল থেকেই আবহাওয়া প্রতিকূল থাকলেও ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মুসল্লিদের জামাতে অংশ নিতে কিছুটা বেগ পেতে হয়।

খুলনায় ঈদের প্রধান জামাত সম্পন্ন, দেশ, জাতি সমৃদ্ধি কামনা দোয়া

ঈদের আগের দিন (১১ আগস্ট) খুলনায় রৌদ্রজ্জ্বল থাকলেও আবহাওয়া বার্তায় ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজন করা হয়নি।

ঈদের নামাজ ও খুতবা শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। ঈদ জামাতের আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়।

ঈদের প্রধান জামাতে একই সারিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে অংশ নেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/12/1565579161706.jpgখুলনায় ঈদের প্রধান জামাত সম্পন্ন, দেশ, জাতি সমৃদ্ধি কামনা দোয়া

এছাড়া খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও সকাল সাড়ে ৯টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্রীয় মসজিদে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদে জামাত সকাল ৮টায়, খালিশপুর মেঘনা গেট মসজিদে সকাল সাড়ে ৭টায়, দৌলতপুর আঞ্জুমান মসজিদে সকাল ৮টায়, মধ্যডাঙ্গা ঈদগাহে সকাল ৮টায়, কার্ত্তিকুল আল মদিনা মসজিদে সকাল ৮টায়, রেলগেট বায়তুল ইলাহ মসজিদে সকাল ৮টায়, মধ্যডাঙ্গা নগর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, পল্লবী বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায়, ইসলামবাগ মসজিদে সকাল সাড়ে ৮টায়, মহেশ্বরপাশা বাজার মসজিদে সকাল ৮টায়, খুলনা আলিয়া মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, রূপসা স্ট্যান্ড রোড বায়তুস সরফ মসজিদে সকাল ৭টায়, হাজী মুহসিন রোড রহমানিয়া মসজিদে সকাল ৮টায়, চিত্রালী দারুস সালাম মসজিদে সকাল ৮ ও ৯টায়, নূরনগর ইসলাম মিশন ঈদগাহে সকাল ৭টায়, ৩১নম্বর ওয়ার্ডের মহিরবাড়ি বড় খালপাড়স্থ মুজাহিদপাড়া আল আমিন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, খালিশপুর বায়তুল ফালাহ ঈদগাহে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মহানগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দানে ও ৯ উপজেলায় স্থায়ী-অস্থায়ী ৪৫০টি ঈদগাহে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করে কুশল বিনিময় করেন।