বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ/ ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার (৭ আগস্ট)। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি হবে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক।

বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা ত্যাগ করেন। আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এর আগে সর্বশেষ দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি গত বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।