২০২১ সালের আগেই খুলনা-মংলা রুটে রেল চলাচল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনা-মংলা রুটের রেল ব্রিজ নির্মাণ কাজ চলছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খুলনা-মংলা রুটের রেল ব্রিজ নির্মাণ কাজ চলছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

২০২১ সালের আগেই খুলনা-মংলা রুটে রেল চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন।

তিনি বলেছেন, ‘খুলনা-মংলা রেলপথ নির্মাণ কাজ ইতোমধ্যে ৫০ শতাংশর বেশি শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। রেলের উন্নয়নের জন্য সরকার অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব দিয়েছে।’

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/26/1564125249823.jpg

শুক্রবার (২৬ জুলাই) সকালে খুলনা রেলওয়ে রেস্টহাউস সম্মেলন কক্ষে খুলনা-মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় কাজের গতি আরও বাড়িয়ে খুলনা-মংলা রেলপথ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছ‌েন রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন।

সভায় খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুমসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।