রাজশাহীতে দেড় হাজার মানুষের অংশগ্রহণে যোগব্যায়াম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহীতে যোগ ব্যায়াম, ছবি: বার্তা২৪

রাজশাহীতে যোগ ব্যায়াম, ছবি: বার্তা২৪

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজশাহীতে দেড় হাজারের অধিক সংখ্যক বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) ভারতীয় হাইকমিশনের উদ্যোগে রাজশাহী কলেজ মাঠে আয়োজিতে এ যোগব্যায়াম বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র বলেন, ‘এমন আয়োজন রাজশাহীর জন্য বিরল ঘটনা।’

মেয়র প্রতিদিন ভোরে নগরবাসীকে যোগব্যায়াম করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশার সঞ্জিব কুমার ভাট্টি, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেণী।

এর আগে বিকেলে অনুষ্ঠানের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ধারণকৃত ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।#