গোদাগাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহীর মানচিত্র, ছবি: সংগৃহীত

রাজশাহীর মানচিত্র, ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) সকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম ফুরজান আলী (৬৫)। তার বাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুরজান আলীর চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এজন্য রোববার (৯ জুন) দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে হরিশংকরপুর গ্রামে আসেন তিনি।

সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের ভেতরের একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘গলায় ফাঁস দেয়া অবস্থায় একটি গাছে ঝুলে থাকলেও তার পা মাটিতে ছুঁয়ে ছিল। তার পুরো শরীরে কাঁদা লেগে ছিল। ঘটনাটি রহস্যজনক।

ওসি আরও বলেন, 'প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানানো যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।'