খুলনার স্টার জুট মিলে আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনার স্টার জুট মিলে আগুন লেগেছে, ছবি: বার্তা২৪.কম

খুলনার স্টার জুট মিলে আগুন লেগেছে, ছবি: বার্তা২৪.কম

খুলনায় রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে জুটমিলের কাঁচাপাট পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টার দিকে খুলনার দিঘলিয়াস্থ স্টার জুট মিলে রহস্যজনকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান বার্তা২৪.কমকে অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বার্তা২৪.কমকে বলেন, স্টার জুট মিলের পাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার পর আগুন লাগার খবর জানতে পেরেছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস দাস বার্তা২৪.কমকে বলেন, জুটমিলে কিভাবে আগুন লেগেছে জানি না, আগুনের পাশেই আছি। পরে জানতে পারলে জানাবো।

এদিকে মিলের প্রকল্প প্রধান শাওন মাহমুদ জানান, আগুন লাগার সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। ফলে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।