অপহরণের একমাস পর স্কুলছাত্রী উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া ব্যক্তি, ছবি: সংগৃহীত

আটক হওয়া ব্যক্তি, ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার বেজহার এলাকা থেকে অপহরণের একমাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

এ ঘটনায় অপহরণকারী মোঃ ইব্রাহীম চোকদার (২২) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ইব্রাহিম চোকদার গৌরনদী উপজেলার বেজহার গ্রামের মোঃ মোকছেদ চোকদারের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম।

এর আগে সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে গত ১৬ ফেব্রুয়ারি নিজ বাড়ির পাশ থেকে অপহরণ করে ইব্রাহীম চোকদার। এ ঘটনায় অপহৃতর পিতা বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে শুক্রবার (১৫ মার্চ) ভোররাতে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীকেও গ্রেফতার করে পুলিশ।

এদিকে, আটককৃত ইব্রাহিম চোকদারকে শনিবার (১৬ মার্চ) আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।