রাস্তা বন্ধ করে হকার্সদের প্রতিবাদ সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাস্তা আটকিয়ে হকার্সদের প্রতিবাদ সমাবেশ, ছবি: বার্তা২৪

রাস্তা আটকিয়ে হকার্সদের প্রতিবাদ সমাবেশ, ছবি: বার্তা২৪

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে তারা এই প্রতিবাদ সমাবেশ করেন। রাস্তা বন্ধের ফলে পল্টন থেকে শাহবাগগামী সকল পরিবহন রাস্তায় আটকা পড়ে। আটকে পড়া যানবাহনের জন্য দেখা যায় তীব্র যানজট। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে এক যাত্রী বলেন, 'প্রতিদিন রাস্তায় জ্যামের কারণে দুর্ভোগ পোহাতে হয়। তার ওপর আবার এইদিকের রাস্তা বন্ধ। কি বলব বুঝতে পারছি না।'

আরেক পথচারী জানালেন, এরা ফুটপাত দখল করে এমনিতেই ঝামেলা করে, আজকে আবার রাস্তা বন্ধ করে রেখেছে। নিয়ম মেনে প্রতিবাদ করলে কি হয়। এরা শুধু ভোগান্তি বাড়াতেই জানে। প্রশাসনের কোন ভূমিকা নেই দেখে আমি অবাক হচ্ছি।

রাস্তা বন্ধ করে সমাবেশের বিষয়ে হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসীম-উদ্দিন বার্তা২৪.কম কে বলেন, আমরা অল্প সময়ের জন্য রাস্তা বন্ধ রেখেছি। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব।

এবিষয়ে কথা হলে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বাসার বলেন, ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। আর বাসের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করে দিয়েছি। রাস্তা থেকে তাদের অপসারণের জন্যে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।