বরিশাল মেডিকেলের ময়লার স্তূপে ২২ ভ্রূণ শিশুর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া ২২ শিশুর মরদেহ, ছবি: বার্তা২৪

উদ্ধার হওয়া ২২ শিশুর মরদেহ, ছবি: বার্তা২৪

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ময়লার স্তূপে ২২টি অপরিণত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসব মরদেহ দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রাতে পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে কেন্দ্রীয় পানির ট্যাংকের পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারণ করছিলেন। এ সময় তারা ময়লার ভেতরে বালতি ভরা অপরিণত শিশুর মরদেহগুলো দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা।

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি ওখানে ২২টি অপরিণত শিশুর মরদেহ রয়েছে। তবে পরিচ্ছন্ন কর্মীদের দাবি-মৃতদেহের সংখ্যা ২৫টি।’

আবুল কালাম আরও বলেন, 'অনেক মা’দের ইনকমপ্লিট বাচ্চা জন্মায়। যা অনেক সময় পরিবারের লোকেরা নিয়ে যায়। আবার অনেকে ফেলে যায়। রেখে যাওয়া বাচ্চাগুলো দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নেয়া হয়।'

পরে তা কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে মাটি চাপা দেয়া হয়। কিন্তু বাচ্চাগুলোর মরদেহ মাটি চাপা না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়া হলো কেন? সে বিষয়টি আমার জানা নেই।’

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, ‘যে মৃত ভ্রূণগুলো উদ্ধার হয়েছে, সেগুলো পঁচিশ বছর আগের। কিন্তু এই ভ্রূণগুলো মাটি চাপা দেয়ার নিয়ম। এগুলো কেন মাটিচাপা না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়া হলো, এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান তারা বিষয়টি খতিয়ে দেখছেন।