ঝিনাইদহে সহিংসতা এড়াতে পুলিশের মহড়া

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহে পুলিশের বিশেষ মহড়া, ছবি: বার্তা২৪

ঝিনাইদহে পুলিশের বিশেষ মহড়া, ছবি: বার্তা২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার নাশকতা, সহিংসতাসহ অপরাধমূলক কর্মকাণ্ড এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে এ মহড়া বের করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে নেতৃত্ব দেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) এমদাদুল হক। মহড়াটি পুলিশ লাইন্স থেকে বের হয়ে শহরের হামদহ, হাটের রাস্তা, পোষ্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে কোন প্রকার সহিংসতা করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। কোন দল বা গোষ্ঠী যদি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চাই তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।