‘সালাম’ দিয়ে জেলহাজতে যুবক
টহলরত পুলিশকে সালাম দিয়ে নজরে আসেন এক যুবক। সন্দেহজনক হওয়ায় সালাম দেওয়া যুবকের পকেটে তল্লাশি চালায় পুলিশ। এতে তার পকেটে মেলে আট পিস ইয়াবা। পুলিশ তৎক্ষণাৎ এই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মতিন হাজী বাড়ী এলাকায়। গ্রেফতার হওয়া যুবক আল আমিন (২২)। তিনি একই এলাকার মোস্তফা কামাল হক শাহের ছেলে।
পরে শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল সিরাজ মিয়ার বাড়ির সামনে পুলিশ টহলে গেলে আল-আমিন পুলিশকে ‘সালাম’ দেয়। এতে সন্দেহ করে ঐ পুলিশ কর্মকর্তা তার শরীরে তল্লাশি চালায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন পূর্বে আটককৃত আল আমিনের চাচা নাছির হোসেন ও বড় ভাই পারভেজ মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হন। তার ভাই পারভেজ এখন জামিনে আছেন। চাচা জেল হাজতে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, ‘আল-আমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’