টেস্ট ম্যাচের সঙ্গে ইউরো ফুটবলের উন্মাদনা

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাতে থাকছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের লড়াই

রাতে থাকছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের লড়াই

চট্টগ্রামে একমাত্র লাল বলের লড়াইয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। শুধু বোলিংয়ে নয়। ব্যাটিংয়েও ব্যাকফুটে টাইগাররা (১৯৪/৮)। আফগানদের (৩৪২/১০) স্কোর ছুঁতে লাল-সবুজদের এখনো দরকার ১৪৮ রান। কিন্তু হাতে আছে মাত্র ২ উইকেট।

তৃতীয় দিনে সাকিব আল হাসান-রশিদ খানদের টেস্ট লড়াইটা জমে উঠবে নিশ্চয়ই। সেই প্রতিদ্বন্দ্বিতা উপভোগের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

বিজ্ঞাপন

শনিবার, ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা সরাসরি টিভিতে উপভোগ করা যাবে সকাল ১০টা থেকে।

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের চতুর্থ দিনের লড়াই শুরু বিকেল ৪টা থেকে।

বিজ্ঞাপন

ক্রিকেট অনুরাগীদের জন্য থাকছে টি-টুয়েন্টি রোমাঞ্চ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে  রোববার ভোর ৬টা থেকে। একমাত্র ম্যাচে গায়ানার মুখোমুখি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের বাছাই পর্বে ইংল্যান্ড আতিথ্য দিতে যাচ্ছে বুলগেরিয়াকে। আর বিশ্বকাপ জয়ী ফ্রান্স লড়বে আলবেনিয়ার বিপক্ষে। সার্বিয়া সফরে যাচ্ছে  বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেনের লড়াইও দেখা যাবে টিভিতে।

চলুন দেখে নেই শনিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
বাংলাদেশ-আফগানিস্তান
একমাত্র টেস্ট, তৃতীয় দিন
সরাসরি সকাল ১০টা
বিটিভি, জিটিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
চতুর্থ টেস্ট, চতুর্থ দিন
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স

সিপিএল
গায়ানা-সেন্ট কিটস এন্ড নেভিস
সরাসরি ভোর ৬টা
স্টার স্পোর্টস

ফুটবল
ইউরো ২০২০ বাছাই
ইংল্যান্ড-বুলগেরিয়া
সরাসরি রাত ১০টা
সনি টেন টু ও সনি টেন টু এইচডি

ফ্রান্স-আলবেনিয়া
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ

টেনিস
ইউএস ওপেন
সরাসরি রাত ১২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান