সেই ভক্ত এখন থানায়

সাকিব বললেন-আমি ভাবলাম বিয়ের প্রস্তুাব দিচ্ছে কিনা!

  • স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

এভাবেই সাকিবের হাতে ফুল তুলে দেন এই ভক্ত- ছবি: বিসিবি

এভাবেই সাকিবের হাতে ফুল তুলে দেন এই ভক্ত- ছবি: বিসিবি

ফুল উপহার ভালোবাসার প্রকাশ। কিন্তু উপহার দেয়ার ধরণটাই ফয়সাল আহমেদের জন্য সমস্যা তৈরি করেছে! চট্টগ্রাম টেস্ট ম্যাচের দ্বিতীয়দিনের সকালের খেলার সময় পূর্ব দিকের গ্যালারির কাঁটাতারের বেড়া টপকে ফয়সাল মাঠে ঢুকে পড়েন। দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। সামনে দাঁড়িয়ে একটা স্যালুট ঠুকলেন। তারপর ডানহাতে কাগজে মোড়ানো একটা গোলাপ ফুল বাড়িয়ে ধরলেন সাকিবের দিকে হাঁটুগেড়ে! বাম হাতখানা পেছনে রেখে।
 
হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাকে বলে প্রপোজ স্টাইল। সাধারণত পশ্চিমা দেশে বিয়ে করার প্রস্তুাব নিয়ে প্রেমিক তার প্রেমিকার কাছে হাঁটুগেড়ে এমন কায়দায় বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন।


 
কিন্তু তাই বলে মাঠে সাকিবকে এমন কায়দায় ফুল দেয়া! বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নিজেও অবাক ভক্তের এমন কাণ্ডে। সেই সময়কার ঘটনা এবং পরিস্থিতির উল্লেখ করে সাকিব বলছিলেন-‘ফুল দেয়ার সময় সেটা নিতে বলেছে শুধু, আমি ভাবলাম বিয়ের প্রস্তুাব দিচ্ছে কিনা...! তবে আমি চাই না মাঠে খেলার সময় এমন কিছু হোক। কেউ হঠাৎ করে ঢুকে পড়ুক। খেলার মাঠে এমন কোনো ঘটনা না হওয়াটাই আমার কাছে ভালো মনে হয়।’

বিজ্ঞাপন



সাকিবকে ফুল দিতে গিয়ে খেলার সময় মাঠে প্রবেশ করা সেই তরুণ ফয়সাল সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের পাহাড়তলী থানায় ছিলেন। তার আগে তাকে নিরাপত্তা কর্মীরা টেনে হিঁচড়ে মাঠ থেকে বের করে নিয়ে যান। স্টেডিয়াম চত্বরেই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশের গাড়িতে তাকে পাহাড়তলী থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়িতে উঠার সময় ফয়সাল খোঁড়াচ্ছিলেন। স্পষ্টত বোঝা যায় তার শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। জিজ্ঞাসাবাদ পর্ব খুব সুখের কাটেনি!



বিসিবির প্রধান নিরাপত্তা ম্যানেজার হোসেন ইমাম এই ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান-‘আমরা তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অযাচিতভাবে মাঠে সে অনুপ্রবেশ করেছে। আমরা এই ঘটনায় মামলা করার চিন্তা করছি। এই বিষয়টি কঠোরভাবে না দেখা হলে যে কেউ এমন ঘটনা ঘটানোকে ফ্যাশন বলে মনে করবে। আমরা তাই কঠোর অবস্থানে যেতে চাই।’

বিজ্ঞাপন



এদিকে পাহাড়তলী  থানার ওসি (তদন্ত) হাসান জানান,‘ আমরা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে, সে সাকিবের ভক্ত। তাকে ফুল দিতেই সে মাঠে নেমে পড়ে।’

তবে প্রিয় তারকাকে ফুল দিতে গিয়ে ভক্ত ফয়সাল এখন থানায়! তার বিরুদ্ধে মামলাও হয়েছে।