অ্যাশেজের সঙ্গে টি-টুয়েন্টির রোমাঞ্চ

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাশেজের চতুর্থ টেস্টে আজ মুখোমুখি জো রুট ও টিম পাইন

অ্যাশেজের চতুর্থ টেস্টে আজ মুখোমুখি জো রুট ও টিম পাইন

ক্রিকেটে বিশ্বের সবচেয়ে পুরনো দ্বৈরথ বলে কথা! উত্তেজনার কোন কমতি নেই। তিনটি টেস্ট এরই মধ্যে শেষ। তবে লর্ডস টেস্ট রয়ে গেছে অমীমাংসিত। তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে এখন ১-১ সমতা।

সিরিজে এগিয়ে যেতে দুদলই আজ বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে মাঠে নামছে লাল বলের লড়াইয়ে। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট লড়াই শুরু বিকেল ৪টা থেকে।

বিজ্ঞাপন

ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে টি-টুয়েন্টি রোমাঞ্চ। বৃহস্পতিবার ভোরে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া এই টি-টুয়েন্টি টুর্নামেন্টের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে ভোর ৫টা থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

বিজ্ঞাপন

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেনের লড়াইও দেখা যাবে টিভিতে।

চলুন দেখে নেই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
চতুর্থ টেস্ট, প্রথম দিন
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স

সিপিএল
ত্রিনবাগো-সেন্ট কিটস
সরাসরি ভোর ৫টা
স্টার স্পোর্টস

টেনিস
ইউএস ওপেন
সরাসরি রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান