টেস্ট জার্সিতে পছন্দের নম্বরই পেলেন সাকিবরা
টেস্ট ক্রিকেট নতুন দিগন্তে পা রেখেছে মাস খানেক আগেই। পাঁচদিনের ম্যাচকে নতুনত্ব দিতেই বেশ কিছু নিয়মেও পরিবর্তন এনেছে আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ছোঁয়ায় বদলে গেছে ক্রিকেটারদের জার্সি। শত বছরেরও পুরনো প্রথা ভেঙে যুক্ত হয়েছে সাদা জার্সির পেছনে নাম আর নম্বর। সেই ধারাবাহিকতায় পাল্টে গেল বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিও।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নতুন জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানদের।
মঙ্গলবার টাইগারদের সেই জার্সি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে সেই জার্সিতে পোজও দিয়েছেন সাকিব ও মেহেদী হাসান মিরাজরা। নাম আর নম্বর যুক্ত জার্সিতে বেশ মানিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
অধিনায়ক সাকিবের নম্বর যথারীতি ৭৫। টেস্ট জার্সিতে পছন্দের নম্বরই পেয়েছেন দলের ক্রিকেটাররা।
অবশ্য এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপে পথ চলা শুরু হচ্ছে না টাইগারদের। এই বছরের শেষদিকে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট বিশ্বকাপ শুরু হবে সাকিবদের। যদিও এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে দিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত আর ওয়েস্ট ইন্ডিজ।