টেনিসের সঙ্গে লঙ্কান-কিউই টি-টুয়েন্টি লড়াই

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আজ ফের মাঠে নামছে লাসিথ মালিঙ্গার দল

আজ ফের মাঠে নামছে লাসিথ মালিঙ্গার দল

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হয়েছে ১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

আজ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। যে করেই হোক সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে আজ সমতায় ফিরতে চায় লাসিথ মালিঙ্গার দল। কিন্তু অধিনায়ক টিম সাউদির দল চায় আজই সিরিজ নিশ্চিত করতে।

পাল্লেকেলেতে দুদলের টি-টুয়েন্টি লড়াই শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের হাইলাইটস দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেনের লড়াইও দেখা যাবে টিভিতে।

চলুন দেখে নেই মঙ্গলবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
দ্বিতীয় টি-টুয়েন্টি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
সনি সিক্স

টেনিস
ইউএস ওপেন
সরাসরি রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
 
কাবাডি
প্রো কাবাডি লিগ
হাইলাইটস রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান