টেনিসের সঙ্গে লাল বলের লড়াই

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টেলিভিশনে দেখা যাবে ইউএস ওপেনের উত্তেজনা

টেলিভিশনে দেখা যাবে ইউএস ওপেনের উত্তেজনা

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায়। লাল বলের এই লড়াইয়ে জয়ের সুবাস পাচ্ছে ভারত। কারণ দুই উইকেট হারানো উইন্ডিজকে আরও করতে হবে ৪২৩ রান। এ অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ জেতা মিশন ইমপসিবল!

ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। ভারতের প্রো-কাবাডি লিগের ম্যাচ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেনের লড়াইও দেখা যাবে টিভিতে।

চলুন দেখে নেই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ-ভারত
দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন
সরাসরি রাত সাড়ে ৮টা
সনি টেন ওয়ান

টেনিস
ইউএস ওপেন
সরাসরি রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
 
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু