ক্রিকেটার রুবেলের ঘরে নতুন অতিথি

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুবেলের স্ত্রী ও নবজাতক পুত্র সন্তান- ছবি: ফেসবুক

রুবেলের স্ত্রী ও নবজাতক পুত্র সন্তান- ছবি: ফেসবুক

গত ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটা দিয়েছিলেন রুবেল হোসেন। জানিয়েছিলেন, সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। রোববার দুপুরে প্রতীক্ষা শেষে জাতীয় দলের এই ক্রিকেটার জানালেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আল্লাহর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুত্র সন্তানের বাবা হওয়ার খবরটি জানান তিনি।

বিজ্ঞাপন

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশেই ছিলেন রুবেল। পরিবারকে সময় দিতেই এই পেসার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি চেয়েছেন রুবেল। তাকে টেস্ট দলে রাখেন নি নির্বাচকরা। 

আলোচিত ক্রিকেটার রুবেল অনেকটা লুকিয়ে বিয়ে করেন ২০১৬ সালে। তার স্ত্রী বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলা। বিয়ের বছর তিনেক পর ঘরে এসেছে নতুন অতিথি। গত কুরবানির ঈদের আগেই সুখবরটা জানিয়ে সোশাল মিডিয়ায় রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আল্লাহর অশেষ রহমতে আমি বাবা হতে যাচ্ছি। আর আমার স্ত্রী মা হতে চলেছে।’

বিজ্ঞাপন

এবার পৃথিবীর আলো দেখল রুবেলের পুত্র সন্তান। প্রিয় তারকাকে ভক্তরাও অভিনন্দনে সিক্ত করছেন। ফেসবুক কমেন্টে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন রুবেল হোসেনকে।