প্রথম ম্যাচেই হতাশ করল বাংলাদেশের মেয়েরা

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুরুটা ভাল হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দলের

শুরুটা ভাল হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দলের

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে উল্টো অর্ধ ডজন গোল হজম! হতাশা নিয়েই প্রথম প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল। ভারতের সাই একাডেমির মেয়েরা অনায়াসেই হারাল স্বাগতিকদের।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ। এই লড়াইয়ের আগে ঘরের মাঠে প্রস্তুতি পর্বে ভারতের সাই জাতীয় হকি একাডেমির নারী দলের সঙ্গে লড়েছে মেয়েরা। ৬ ম্যাচের সিরিজ খেলবে দল দুটো।

বিজ্ঞাপন

তবে শুরুতেই মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি হার মেনেছে ৬-০ গোলে।

অবশ্য ভারতের সাই (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) একাডেমি বেশ শক্তিশালী। গত ৩ বছর ধরে অনুশীলন করছে তারা। আর বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে মাত্র ৩ মাস ধরে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/20/1566314459387.jpg

অবশ্য ম্যাচের প্রথম কোয়ার্টারে বেশ প্রতিরোধ গড়েছিল স্বাগতিক মেয়েরা। কিন্তু হতাশ করে দ্বিতীয় কোয়ার্টারে। ম্যাচের ১৮তম মিনিটে সাই একাডেমির বিনব্রতা যাদব পেনাল্টি স্ট্রোকে গোল করে এগিয়ে নেন দলকে। তারপর ২০তম মিনিটের মাথায় লালান পুই ফিল্ড গোলে দ্বিগুণ করেন ব্যবধান।

২৯তম মিনিটে বিনব্রতা করেন আরেকটি গোল। ৩২ মিনিটে তানিয়ার ফিল্ড গোলে আরও পিছিয়ে পড়ে মেয়েরা। ৪২ মিনিটে লতিয়া মেরি ও ৪৬ মিনিটে গোল করেন লালরুয়াতফেলি মেসাবি।

এর আগে প্রস্তুতি সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন।

সিরিজের পরের দুই ম্যাচ ২২ ও ২৩ আগস্ট। শেষ তিনটি ২৫, ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।