মাঠের লড়াইয়ে মুখোমুখি সাকিব-তামিম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল ও সাকিব আল হাসান

তামিম ইকবাল ও সাকিব আল হাসান

দেশের ক্রিকেটে চিরচেনা দুই ক্রিকেটার তামিম ইকবাল-সাকিব আল হাসানের মুখোমুখি লড়াইটা আর হবে না। দুজনের সম্পর্কের অবনমন হয়েছে বেশ কয়েক বছর ধরেই। তামিম দেশের হয়ে আর্ন্তজাতিক ম্যাচকে বিদায় বলে দিয়েছেন চলতি মাসে। আর রাজনৈতিক বাস্তবতায় দেশে ফিরতে পারছেন না ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব। এবার ফের মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই তারকা ক্রিকেটার।

দেশের ক্রিকেটে নয় বরং সাবেক ক্রিকেটারদের টুর্ণামেন্ট লিজেন্ড নাইন্টিতে খেলবেন এই দুই তারকা খেলোয়াড়। অবসরের পর লিজেন্ড নাইন্টিতে নাম লিখিয়েছেন তামিম। সেখানে দল পেয়েছেন সাকিবও। তবে জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে।

বিজ্ঞাপন

লিজেন্ড নাইনন্টিতে থাকার বিষয়টি নিশ্চিত করে টুর্ণামেন্টের ফেসবুক পেজ থেকে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

অবসরের পর এক সংবাদ সম্মেলনে লিজেন্ড লিগে খেলার বিষয়টি জানিয়েছিলেন তামিম ইকবাল। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।’

বিজ্ঞাপন

এখনও সাকিবের খেলা নিয়ে কোনো বক্তব্যে আসেনি। দেশে ফিরতে না পারার পাশাপাশি বোলিং অ্যাকশন নিয়েও ঝামেলায় পড়তে হয়েছে তাকে।

এবারের লিজেন্ড নাইন্টিতে তামিম-সাকিবদের পাশাপাশি ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকারাও খেলবেন