মেসিকে ছাড়াই শুরু বার্সার নতুন মিশন!

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচটাই মিস করছেন মেসি

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচটাই মিস করছেন মেসি

ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ। আজ শুক্রবার রাতে স্প্যানিশ লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালান ক্লাবটি আতিথ্য নিতে যাচ্ছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ স্যান মামেস বারিয়ায়। ম্যাচটি টিভির পর্দায় সরাসরি দেখা যাবে রাত ১টা থেকে।

তবে নতুন মিশনে প্রথম ম্যাচটিই মিস করতে যাচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনার সেরা তারকা কাফ ইনজুরিতে কাবু। তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজী নয় টিম ম্যানেজম্যান্ট।

লা লিগার মতো রাতে মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরেনায় মোকাবেলা করবে হার্থা বার্লিনকে। দুদলের লড়াই ক্রীড়াপ্রেমীরা টিভিতে সরাসরি উপভোগ করবেন রাত সাড়ে ১২টা থেকে।

প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে লর্ডস টেস্ট। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি স্বাগতিক ইংল্যান্ড। ২৫৮ রানেই গুটিয়ে গেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ীরা।

শুক্রবার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এক উইকেটে ৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। দুদলের লাল বলের লড়াই শুরু বিকেল ৪টা থেকে।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ২৪৯ রানে অল-আউট কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরাও। ২২৭ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। গলে আজ সকাল সাড়ে ১০টা থেকে তৃতীয় দিনের ব্যাট-বলের লড়াইয়ে নামবে দুদল।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। থাকছে সিনসিনাটি ওপেনের টেনিস লড়াই।

চলুন দেখে নেই শুক্রবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স ও সনি টেন টু

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
প্রথম টেস্ট, তৃতীয় দিন
সরাসরি সকাল সাড়ে ১০টা
সনি সিক্স, সনি টেন থ্রি ও জিটিভি

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু

টেনিস
সিনসিনাটি ওপেন
সরাসরি রাত ৯টা
সনি ইএসপিএন

ফুটবল
লা লিগা
অ্যাথলেটিক বিলবাও-বার্সেলোনা
সরাসরি রাত ১টা
ফেসবুক লাইভ ও সনি লাইভ

বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ-হার্থা বার্লিন
সরাসরি রাত সাড়ে ১২টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু

বিজ্ঞাপন