কাশ্মীর ইস্যুতে আফ্রিদি-গম্ভীরের কথার যুদ্ধ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুখোমুখি গৌতম গম্ভীর ও শহিদ আফ্রিদি

মুখোমুখি গৌতম গম্ভীর ও শহিদ আফ্রিদি

একদিন আগেই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা যে বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা পেয়ে আসছিল, তা বাতিল করতে সংসদে বিল তুলেছে নরেন্দ্র মোদীর সরকার। জম্মু-কাশ্মীর আর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাবও দিয়েছে। এনিয়ে এখন উত্তাল উপমহাদেশ। রাজনীতির ময়দান থেকে ক্রীড়াঙ্গনেও চলছে আলোচনা। এবার এই ইস্যুতে টুইট যুদ্ধে নেমে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে আপত্তি তুলে টুইট করলেন শহিদ আফ্রিদি। এই তারকা ক্রিকেটার লিখেছেন, ‘জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত। সবার মতো ওদেরও স্বাধীনতা প্রাপ্য। এখনও জাতিসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন আর মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে।’

বিজ্ঞাপন

গম্ভীর যিনি খেলা ছেড়ে এখন দিল্লির সাংসদ, তিনি এই টুইট দেখেই পাল্টা জবাব দিলেন। ক্ষমতাসীন বিজেপির এই সংসদ সদস্য লিখেছেন ‘‘বিনা প্ররোচনায় আগ্রাসন’ ও ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ এমন শব্দ ব্যবহারের জন্য ওর প্রশংসা করা উচিত। তবে ও হয়ত বলতে ভুলে গেছে যে এই ধরনের অধিকাংশ অপরাধই হয় পাক অধিকৃত কাশ্মীরে। চিন্তার কিছু নেই। সেটিও আমরা দ্রুত ঠিক করে দেব।’’

অবশ্য আফ্রিদি ও গম্ভীরের এভাবে কথার যুদ্ধে জড়িয়ে পড়াটা নতুন নয়। এর আগেও নানা ইস্যুতে মুখ খুলতে দেখা গেছে তাদের!

বিজ্ঞাপন