ঘুষ নিয়ে ক্রিকেট কোচ গ্রেপ্তার

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সুযোগ করে দিতে ঘুষ নিয়েছেন কোচ- ফাইল ছবি

রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সুযোগ করে দিতে ঘুষ নিয়েছেন কোচ- ফাইল ছবি

ম্যাচের একাদশে জায়গা করে দেওয়ার কথা বলে ক্রিকেটারদের কাছ থেকে ঘুষ নিতেন এক সহকারী ক্রিকেট কোচ। অনেক দিন ধরেই এমন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে ছিলেন তিনি। প্রতারণা করে যাচ্ছিলেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে।

অবশেষে পুলিশের হাতে ধরা খেলেন ওই ক্রিকেট কোচ। দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে তাকে। যদিও ওই সহকারী ক্রিকেট কোচের পরিচয় জানায়নি দিল্লী পুলিশ।

বিজ্ঞাপন

রঞ্জি ট্রফিতে অনূর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৯ ক্রিকেট ম্যাচে খেলার সুযোগ করে দিতে ঘুষ নিয়েছেন ওই কোচ। ম্যাচের কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন তরুণ ক্রিকেটারদের।

ভুক্তভোগী ক্রিকেটাররা ব্যাপারটা জানিয়ে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই)। তাদের অভিযোগ, ঘুষ দিলেও দলে জায়গা পাননি তারা। প্রতারিত হয়েছেন তারা।

বিজ্ঞাপন

অভিযোগ পেয়ে বিসিসিআই ব্যাপারটা জানায় দিল্লী পুলিশকে। ক্রাইম ব্রাঞ্চ মামলা নেয় ৫ মার্চ।