বিতর্কে ‘প্রেমিক পুরুষ’ ইমাম-উল-হক!
বিতর্কে জড়িয়ে পড়েছেন ইমাম-উল-হক। পাকিস্তানের এ ক্রিকেটার নাকি বহু মেয়ের সঙ্গে প্রেম করেছেন! এবং মেয়েদের সঙ্গে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ‘আমান’ নামের এক টু্ইটার ইউজার।
অভিযোগকারী শুধু অভিযোগ দায়ের করেই ক্ষান্ত হননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়ের সঙ্গে ইমাম চ্যাট যে করেছেন তার স্ক্রিনশট ফাঁস করে দিয়েছেন তিনি। সঙ্গে ওই অভিযোগকারীর দাবী, নারীদের সঙ্গে প্রতারণা করেছেন পাকিস্তানের এ ক্রিকেটার।
ইমাম-উল হকের চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে ওই টুইটার ইউজার লিখেন, ‘ইমাম-উল-হক প্রায় ৭-৮ জন মেয়ের সঙ্গে প্রেম করেছেন। তাদেরকে ব্যবহার করে গেছেন। তিনি সব সময় মেয়েদের বলে গেছেন তিনি এখনো একা।’
এঘটনার পর টুইটার ইউজাররা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। অনেকে ইমামের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যরা সমালোচনা করেছেন মেয়েদের।
পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ মিশনে ছিলেন ইমাম-উল-হক। বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।