ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে ১০৯ জন নিয়োগ
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ১১ ধরনের পদে ১০৯ জনকে নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ:
১। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লাইন অপারেশন) : ১টি
২। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ওভারহেড ক্যাটেনারি সিস্টেম/ বিল্ডিং সার্ভিস ডিপো/ ওসিএস মনিটরিং) : ৩টি
৩। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেলিকম অ্যান্ড এএফসি লাইন মেইনটেন্যান্স) : ১টি
৪। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) : ১টি
৫। সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) : ৪টি
৬। সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে অ্যান্ড সিভিল ওয়ার্কস) : ২টি
৭। সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল [রোলিং স্টক]) : ৫টি
৮। সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ মেকানিক্যাল [রোলিং স্টক]) : ৭টি
৯। স্টেশন কন্ট্রোলার : ৩৩টি
১০। ট্রেইন অপারেটর : ৫১টি
১১। অ্যাকাউনটেন্ট : ১টি
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭১ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা- ১০০০।
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০১৯।