ইলেকট্রিশিয়ান ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ডেসকো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ‘ইলেকট্রিশিয়ান’ ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে।
বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে স্বল্প-শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ১ জুলাই হতে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।
প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীদের নিজ স্বাক্ষরযুক্ত সাদা কাগজে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (মােবাইল নম্বরসহ), শিক্ষাগত যােগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধনের ফটোকপি ও দুই কপি পাসপাের্ট সাইজের ছবিসহ মুখবন্ধ খামে ডাক বা কুরিয়ারের মাধ্যমে ‘উপ-মহাব্যবস্থাপক, এইচআরএম বিভাগ, প্রধান কার্যালয়, ডেসকো, ২২/বি, ফারুক সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯’ ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৩ জুনের মধ্যে আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১ জুলাইয়ের মধ্যে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।