ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের নিয়োগ পরীক্ষার সময়সূচি
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিস সহায়ক পদে নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ২১ জুন শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মতিঝিল গর্ভনমেন্ট গার্লস হাই স্কুল, মতিঝিল গর্ভনমেন্ট বয়েজ হাই স্কুল এবং সেন্ট্রাল ওমেন্স কলেজে পরীক্ষা নেয়া হবে।
অনলাইনে cgdf.teletalk.com.bd ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম সম্বলিত প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা হলে অবশ্যই সাথে রাখতে হবে। এই প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়েও অবশ্যই প্রদর্শন করতে হবে।