পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি
পরিকল্পনা বিভাগের তৃতীয় শ্রেণীর ছয় পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ১৩ জুন বৃহস্পতিবার দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, ট্রেসার এবং সর্টার পদের পরীক্ষা সকাল ১০ টা থেকে এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদের পরীক্ষা দুপুর ১ টা ৩০ মিনিটে শুরু হবে। ঢাকা শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হবে।
লিখিত পরীক্ষার জন্য মনােনীত প্রার্থীদের ঠিকানায় ইতিমধ্যে ডাকযােগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। কোন প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র না পেলে ১১ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে পাসপাের্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবিসহ জনাব মােঃ ইসরাত হােসেন খান, উপসচিব, প্রশাসন অধিশাখা-৩, পরিকল্পনা বিভাগ, ভবন- ৯, কক্ষ-১৬ ঠিকানায় যােগাযােগ করতে হবে।