নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষা ২১ জুন
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মচারী নিয়ােগের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ২১ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্যাটালগার (উচ্চ স্কেল), সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনে দুপুর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মী পদের পরীক্ষা নেয়া হবে।
প্রার্থীরা অনলাইনে ecs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রিন্টকৃত প্রবেশপত্র পরীক্ষার দিন অবশ্যই সাথে আনতে হবে।