পশ্চিমবঙ্গে বাংলাদেশসহ ৪ দেশের শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী

  • কলকাতা ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বাংলাদেশসহ চার দেশের শিশু-কিশোরদের ‘আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী’। বাংলাদেশি প্রতিষ্ঠান লিভিং আর্টের আয়োজনে শনিবার (৬ জুলাই) বিকালে কলকাতার আইসিসিআরের নন্দলাল বসু আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/08/1562570822731.jpg

বিজ্ঞাপন

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার প্রথিতযশা চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, ওয়াসিম কাপুর, রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তা গৌতম ঘোষ, কলকাতার আইসিসিআরের আঞ্চলিক অধিকর্তা গৌতম দে ও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/08/1562570832918.jpg

বিজ্ঞাপন

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শিশু-কিশোরদের আঁকা ৩৩৬টি চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশেরই আছে ২৮৩টি ছবি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/08/1562570843898.jpg

তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত আছে।